চুল পড়া বন্ধ করার তেলের নাম - চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায়

বর্তমানে চুল পড়া একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা চুল পড়া বন্ধ করার তেলের নাম - চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায় সম্পর্কে আলোচনা করব। চুল বিভিন্ন কারণে পড়ে যেতে পারে যা অনেকেই জানে না। তাই আপনাদের জানার সুবিধার্থে আমরা নিয়ে এসেছি চুল পড়া বন্ধ ও ঘন করার উপায় - চুল পড়া বন্ধ করার তেলের নাম এই আর্টিকেলটি।
চুল পড়া বন্ধ করার তেলের নাম - চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায়
চুল অনেক কারনে পড়ে যেতে পারে। তাই আমাদের চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় এবং চুল পড়ার কারণ সম্পর্কে জেনে নেওয়া উচিত।

ভূমিকা

বর্তমানে সবার মধ্যে চুল পড়া সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।এটি জেনেটিক্স, হরমোনের পরিবর্তন বা বাহ্যিক যেকোনো কারণেই হোক না কেন, স্বাস্থ্যকর এবং ভালো ফেস বজায় রাখার জন্য চুল পড়া প্রতিরোধের কার্যকর উপায় খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পরিমাণে চুল পড়া সত্যিই অনেক ভাবার বিষয়। অতিরিক্ত চুল পড়ে যাওয়ার কারণে অনেকের টাক পড়ে যায়। ফলে অনেক অস্বস্তিতে পড়ে যায়। তাই আপনাদের চুল পড়ার কারণ এবং চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায় সম্পর্কে জানতে হবে।

চুল পড়ার কারণ 

চুল পড়া কারণ খোঁজার আগে চুল পড়ার কারণ বোঝা গুরুত্বপূর্ণ। তাই আমরা এখন চুল পড়ার কারণ সম্পর্কে জেনে নিব।
  • জেনেটিক্স হলো চুল পড়ার কারণগুলির মধ্যে অন্যতম। যদি আপনার পরিবারে কারো চুল পড়ে যাওয়ার ইতিহাস বা সমস্যা থাকে তাহলে এটি আপনার চুল পড়ার সমস্যা আরো বাড়িয়ে দেয়।
  • হরমোনের পরিবর্তন, যেমন গর্ভাবস্থা, মেনোপজ বা থাইরয়েড রোগ হওয়ার কারণে চুল পড়ে যেতে পারে।
  • ভিটামিন, খনিজ এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ সুষম খাবারের ঘাটতি চুল পড়ে যাওয়ার সমস্যা আরো বাড়িয়ে দেয়।
  • খুশকি, সোরিয়াসিস এবং ছত্রাক সংক্রমণের মতো সমস্যাগুলো আপনার মাথার ত্বক এবং চুলের ফলিকলগুলির স্বাস্থ্যকে নষ্ট করে দিতে পারে। যা চুল পড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।
  • এছাড়া মানসিক চাপ এবং অপুষ্টি সহ বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে। বংশগত কারণে চুল পড়ে যেতে পারে।
  • চুলে তাপ দিয়ে স্টাইলিং করা অর্থাৎ বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে চুল স্টাইল করা আপনার চুল পড়ে যাওয়া অন্যতম কারণ হতে পারে।
  • বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে, ইউভি রশ্মির সংস্পর্শে আসলে চুল পড়ে যেতে পারে।
এছাড়াও চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। এখন আমরা চুল পড়ার কারণসমূহ জানতে পারলাম। এবার জানতে হবে চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায়। আরো জানবো চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায়।

 চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায়

আমরা অনেকে চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায় সম্পর্কে জানতে চেয়েছেন। কারণ চুল পড়া ছেলে হোক আর মেয়ে হোক উভয়ের জন্য লজ্জাজনক। তাই আপনাদের চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায়।
  • চুলের যত্নে অ্যালোভেরা এর উপকারিতা অপরিসীম। চুলের শুষ্ক ভাব এবং ত্বকে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরাতে রয়েছে বিভিন্ন উপাদান যেমনঃ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল যা চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।
  • অ্যালোভেরা রসের সঙ্গে আমলকীর রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যায়। চুল পড়া রোধ হয়।অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা আপনার চুলের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে।
  • হালকা গরম তেল দিয়ে মাথায় ম্যাসাজ করলে চুলের গোড়াগুলি উন্নত হয়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে। এছাড়া মাথায় পেঁয়াজের তেল নিতে পারেন ফলে চুল পড়া একেবারে রোধ করা যাবে। এটি চুলের জন্য অধিক কার্যকরী।
  • আপনারা চুলের পুষ্টি বৃদ্ধির জন্য নারিকেল তেল ব্যবহার করতে পারেন। নিয়মিত নারিকেল তেল দিয়ে আপনার মাথা ম্যাসাজ করুন এবং মনে রাখবেন হালকা ভাবে ম্যাসাজ করবেন তা না হলে চুল উঠে যেতে পারে। এছাড়া নারিকেল তেলের সঙ্গে দুধ মিশিয়ে এর পুষ্টি আরো বৃদ্ধি করে মাথার ত্বকে ব্যবহার করতে পারেন।
  • চুলের হারিয়ে যাওয়া উজ্জলতাকে ফিরে পেতে দই, মধু ও লেবুর প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
  • এছাড়া নিম পাতা গরম পানিতে ফুটিয়ে চুলে ব্যবহার করতে পারেন। প্রথমে শ্যাম্পু করে পরে হালকা গরম পানির সঙ্গে নিম পাতা দিয়ে মাথা ধুয়ে নিবেন। এটি চুলের গোড়াকে মজবুত এবং শক্ত করবে।
  • চুলকে সুস্থ রাখতে প্রচুর পানি পান করবেন। এছাড়া নিয়মিত শ্যাম্পু করবেন ফলে চুল পরিষ্কার থাকবে।
ইতিমধ্যে আপনারা জানতে পারবেন চুল পড়া বন্ধ ও ঘন করার উপায় সম্পর্কে। এখন জানলাম  চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায়।

চুল পড়া বন্ধ ও ঘন করার উপায় 

যেহেতু আমরা চুল পড়ার কারণ সম্পর্কে জেনে এসেছি। এখন আপনাদের চুল পড়া বন্ধ ও ঘন করার উপায় সম্পর্কে জানতে হবে। নিচে চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় তুলে ধরা হলো।
  • চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়া অপরিহার্য। আপনি ভিটামিন সমীদ্ধ খাবার খেতে পারেন। বিশেষ করে বায়োটিন, ফলিক অ্যাসিড এবং নিয়াসিনের মতো বি-কমপ্লেক্স ভিটামিন যা চুলের স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে।
  • চুলের স্টাইলের জন্য কঠোর ব্রাশিং, আঁটসাঁট চুলের স্টাইল এবং অত্যধিক তাপ স্টাইল এড়িয়ে চলুন। তা না হলে এটি আপনার চুল ভেঙে যেতে পারে।
  • রোজমেরি, ল্যাভেন্ডার বা নারকেল তেলের মতো প্রয়োজনীয় তেল দিয়ে আপনার মাথায় তর্ক নিয়মিত ম্যাসাজ করুন। এর ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করবে।
  • মাথার ত্বকে পুষ্টি জোগাতে এবং চুলের বৃদ্ধির জন্য অ্যালোভেরা, পেঁয়াজের রস, আমলা একসঙ্গে মিশে ব্যবহার করতে পারেন যা চুলের স্বাস্থ্যের জন্য অতি কার্যকরী।
  • অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন। কারন অতিরিক্ত মানসিক চাপ চুল বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায়। আপনারা মানসিক স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। যা আপনারা চুলের স্বাস্থ্যকে বজায় রাখে।
  • বিভিন্ন ধরনের চুল পড়া প্রতিরোধের উপায় অবলম্বন করেও যদি আপনার চুল পড়া অব্যাহত থাকে তাহলে একজন চুল বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন।
  • অ্যালোভেরা রসের সঙ্গে আমলকীর রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যায়। চুল পড়া রোধ হয়।অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা আপনার চুলের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে।
  • এছাড়া নিম পাতা গরম পানিতে ফুটিয়ে চুলে ব্যবহার করতে পারেন। প্রথমে শ্যাম্পু করে পরে হালকা গরম পানির সঙ্গে নিম পাতা দিয়ে মাথা ধুয়ে নিবেন। এটি চুলের গোড়াকে মজবুত এবং শক্ত করবে।
  • অতিরিক্ত ধূমপান এবং অ্যালকোহল থেকে এড়িয়ে চলুন। কারণ এটি আপনার দেহের হরমোনের ভারসাম্য নষ্ট করে দিবে। তাই এটি থেকে বিরত থাকবেন।
  • চুল ভেজা থাকলে চুল নারা চারা করা থেকে বিরত থাকবেন। এই সময় চিরুনি দিয়ে চুল ঠিক করলে চুলের গোড়া ভেজা থাকার কারণে ভেঙে যেতে পারে। তাই চুল ভেজে থাকলে সতর্ক থাকবেন।
  • হালকা গরম তেল দিয়ে মাথায় ম্যাসাজ করলে চুলের গোড়াগুলি উন্নত হয়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে। এছাড়া মাথায় পেঁয়াজের তেল নিতে পারেন ফলে চুল পড়া একেবারে রোধ করা যাবে। এটি চুলের জন্য অধিক কার্যকরী।
  • এছাড়া বাজারে বিভিন্ন ধরনের চুলে দেওয়ার তেল পাওয়া যায়। যা আপনারা ব্যবহার করতে পারেন।
এখন পর্যন্ত আপনারা কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় পেয়ে গেছেন। আশা করি চুলের সমস্যা সমাধান করতে পেরেছি।

চুল পড়া বন্ধ করার তেলের নাম

আমাদের দেহের পুষ্টি জোগাতে যেমন ভিটামিন সমৃদ্ধ খাবার খায় তেমনি চুলের পুষ্টির জন্য কিছু তেল রয়েছে যা ব্যবহার করলে চুলের স্বাস্থ্য বজায় থাকে এবং চুল মজবুত হয়। চুল পড়া প্রতিরোধ করা যায়। বাজারে অনেক ধরনের চুলে ব্যবহার করার জন্য তেল রয়েছে কিন্তু আপনার কিনে ব্যবহার করতে পারবেন। আমরা আপনাদের জন্য বিশেষ কিছু তেল তুলে ধরবো যা আপনারা ব্যবহার করতে পারবেন।
  • ডিলাইট অলিভ অয়েল (স্পেন)
  • ক্যাস্টর অয়েল
  • ট্রাইফোলা হেয়ার ট্রিটমেন্ট অয়েল (থাইল্যান্ড)
  • পেঁয়াজের চুলের তেল (ভেষজ)
  • সিলসিলা হেয়ার ফুড প্রিমিয়াম অয়েল (ভেষজ)
  • বিশেষজ্ঞ চুলের যত্নের তেল (ভারতীয়)
  • হেয়ার গ্লো অয়েল (ভারতীয়)
  • কেশ কিং অয়েল (ভারতীয়)
  • ইন্দুলেখা তেল (ভারতীয়)
  • জ্যাক অলিভ অয়েল (ভারতীয়)
  • বাহ পেঁয়াজ কালো বীজ তেল (ভারতীয়)
  • লোটাস অনিয়ন হেয়ার অয়েল (ভারতীয়)
  • বায়োটিক পেঁয়াজ কালো বীজ তেল (ভারতীয়)
  • হিমালয় অ্যান্টি ব্রেকেজ হেয়ার অয়েল (ভারতীয়)
  • আমলকি হেয়ার অয়েল (বাংলাদেশি)
  • কেশোরী চুলের তেল (বাংলাদেশি)
  • তিব্বত চুলের তেল (বাংলাদেশি)
  • ঔষধি তেল (বাংলাদেশী)
উপলব্ধ তেল গুলি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কারণ উক্ত তেলগুলি অনেক ভালো কোম্পানির যা অনেকেই ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন।একটি জনপ্রিয় চুল পড়া প্রতিরোধের তেল হল ক্যাস্টর অয়েল।

ক্যাস্টর অয়েল তার সমৃদ্ধ পুষ্টি এবং ফ্যাটি অ্যাসিডের জন্য পরিচিত যা চুলকে মজবুত করতে, ভাঙ্গা রোধ করতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। নারকেল তেল, বাদাম তেল এবং জোজোবা তেলের মতো তেলগুলি তাদের পুষ্টিকর বৈশিষ্ট্যগুলির কারণে চুল পড়া প্রতিরোধের জন্য ব্যবহার হয়ে আসছে। তাহলে আপনারা জানতে পারলেন চুল পড়া বন্ধ করার তেলের নাম এবং চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায়।

চুল পড়া বন্ধ করার শ্যাম্পু

বর্তমানে বাজারে অনেক ধরনের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু রয়েছে। যা ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। কিছু চুল পড়া বন্ধ করার শ্যাম্পু তুলে ধরা হলো।
  •  Revita Hair Stimulating Shampoo
  • Nizoral Anti-Dandruff Shampoo
  •  Biotin Shampoo for Hair Growth
  •  PURA D'OR Original Gold Label Anti-Thinning Shampoo
  •  Art Naturals Organic Argan Oil 
  •  Ultrax Labs Hair Surge Caffeine 
  •  Lipogaine Big 5 All-Natural Shampoo
  • Biotin
  • Caffeine
  • Ketoconazole
যদিও আমি শ্যাম্পু ব্যবহার করা উচিত বলে মনে করি না তবে কোম্পানিগুলো দাবি করেছে এ শ্যাম্পু গুলো ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের অনেক ভালো পরিণতি পাওয়া যায়। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কখনো ঘন ঘন শ্যাম্পু করবেন না তাহলে আপনার চুল অনেক পাতলা হয়ে যাবে যা চুল ভেঙে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আপনারা চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় জেনে নিবেন।

চুল পড়া বন্ধ করার ঔষধ

আপনার অনেকে হয়তো জানেন চুল পড়া বন্ধ করার ঔষধ রয়েছে যা ব্যবহার করে চুল পড়া সাময়িকভাবে বন্ধ করা যায় আবার অনেক সময় একেবারে চুল পড়া বন্ধ হয়ে যায়। আমরা এখন জানবো চুল পড়া বন্ধ করার ওষুধ সম্পর্কে।চুল পড়া বন্ধ করার ঔষধ হিসেবে মিনক্সিডিল এবং ফিনাস্টেরাইড ব্যবহার করতে পারেন।

ফিনাস্টেরাইড এবং মিনক্সিডিল চুলের ওষুধ হিসেবে অনেক জনপ্রিয়।মিনক্সিডিল ব্যবহার করে সাধারণত চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করা যায় এবং চুলের স্বাস্থ্য বজায় রাখা যায়। এছাড়া বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় হিসেবে।

চুল পড়া বন্ধ করার উপায়

ইতিমধ্যে আমরা চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় সম্পর্কে জেনে এসেছি। চলুন এবার জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে। চুল পড়া বন্ধ করার উপায় জানলে আপনারা চুল পড়া প্রতিরোধ করতে পারবেন। উপায় সমূহ নিচে তুলে ধরা হল।
  • বর্তমানে বাজারে অনেক ধরনের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু রয়েছে। যা ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। যা চুলের স্বাস্থ্য বজায় রাখবে।
  • চুলের স্বাস্থ্যের আপনারা কাজুবাদাম, পেস্তাবাদাম, ওয়ালনাট, চিনাবাদাম, কাঠবাদাম খেতে পারেন। কারণ এতে রয়েছে ওমেগা-৬ ফ্যাট যা চুলকে সতেজ রাখতে এবং বৃদ্ধি করতে সাহায্য করে।
  • চুলের স্বাস্থ্য অর্থাৎ চুল পড়ে যাওয়া বন্ধ করার জন্য আপনারা প্রোটিনের বিশেষ উপাদান হিসেবে ডিম খেতে পারেন। কারণ দেখা গেছে প্রোটিনের অভাবে নাকি চুল পড়ে যায়। তাই আপনারা প্রোটিনের জন্য ডিম খেতে পারেন।
  • আপনারা ভিটামিনের উৎস হিসাবে পালংশাক খেতে পারেন। কারণ এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ফলেট যা চুলের কালো রং ঠিক রাখতে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে।
  • আপনারা চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে পারেন। ভিটামিন সি রয়েছে এমন ফল হলো লেবু,কমলা, মাল্টা, লেবু, কিউয়ি ফল ইত্যাদি খাবেন।
  • এছাড়া চুলের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজনীয়। আপনারা খাবারে ভিটামিন ডি না পেলে তা আপনি রোদে থেকে সরাসরি নিতে পারেন। সকালে রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায়।
  • অ্যালোভেরা রসের সঙ্গে আমলকীর রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যায়। চুল পড়া রোধ হয়।অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা আপনার চুলের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে।
এছাড়া আরো চুল পড়া প্রতিরোধের কার্যকরী উপায় রয়েছে যা আমরা পরে জানব। উক্ত উপায় গুলো অনুসরণ করে আপনারা চুল পড়া প্রতিরোধ করতে পারেন।

চুল পড়া বন্ধ করার ভিটামিন

চুল পড়া বন্ধ করার ভিটামিন রয়েছে যা আপনারা গ্রহণ করে চুল পড়া বন্ধ করতে পারবেন। চলুন জেনে নেই চুল পড়া ভিটামিন সম্পর্কে।
  • ভিটামিন সি
  • ভিটামিন ডি
  • ওমেগা-৬ ফ্যাট
  • ভিটামিন এ
  • আইরন
  • জিংক
  • প্রোটিন
উপরের ভিটামিন গুলো চুল পড়া বন্ধ করার ভিটামিন হিসাবে গ্রহণ করতে পারেন। তবে এসব ভিটামিন বিভিন্ন ধরনের খাবার থেকে গ্রহণ করবেন। অবশ্য এসব ভিটামিন ট্যাবলেট হিসেবে কিনতে পাওয়া যায় যা ব্যবহার করা ঠিক নয়। আপনারা খাবারের সঙ্গে উক্ত ভিটামিন গুলো পেতে পারেন।
আরো পড়ুনঃ রসুন খাওয়ার উপকারিতা - নিয়মিত রসুন খেলে কি হয়?

চুল পড়া বন্ধ করার সম্পর্কে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর(FAQ)

চুল পড়া কমানোর জন্য কোন তেল ব্যবহার করা উচিত?
উত্তরঃ চুল পড়া কমানোর জন্য নারিকেল তেল , তিব্বত চুলের তেল , আমলকি হেয়ার অয়েল তেল ব্যবহার করা উচিত।

নতুন চুল গজানোর তেলের নাম কি?
উত্তরঃ নতুন চুল গজানোর তেলের নাম হিমালয় অ্যান্টি ব্রেকেজ হেয়ার অয়েল,আমলকি হেয়ার অয়েল, কেশোরী চুলের তেল ,তিব্বত চুলের তেল।

চুল পড়া বন্ধ করতে কোন ভিটামিন খেতে হবে?
উত্তরঃ চুল পড়া বন্ধ করতে ভিটামিন সি ,ভিটামিন ডি,ওমেগা-৬ ফ্যাট,ভিটামিন এ ,আইরন ,জিংক ,প্রোটিন ভিটামিন খেতে হবে।

চুল ঘন ও গজানোর জন্য কোন প্রাকৃতিক তেল ভালো
উত্তরঃ চুল ঘন ও গজানোর জন্য পেঁয়াজ তেল , লেবু তেল , তিব্বতের তেল , নারিকেল তেল , জলপাই তেল ,ক্যাস্টর প্রাকৃতিক তেল ভালো।

আমাদের শেষ কথা

আশা করি আপনারা চুল পড়া বন্ধ করার তেলের নাম -  চুল পড়া বন্ধ করার প্রাকৃতিক উপায় সমূহ জানতে পেরেছেন। আরো জানতে পেরেছেন চুল পড়া বন্ধ করার উপায়,চুল পড়া বন্ধ করার ভিটামিন সম্পর্কে জানতে পারলেন। বর্তমানে চুলের সৌন্দর্য সবার কাছে দামি। তাই চুলকে অবহেলা না করে চুলের যত্ন নিন। আপনাদের যদি আর্টিকেলটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url