ব্লুটুথ ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ ও ইয়ারফোন দাম জানুন
আমরা সকলেই কম বেশি ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করে থাকি। তবে অনেকেই আছে যারা ব্লুটুথ ইয়ারফোনের প্রাইস জানেনা। তাদের জন্য আজকের পোস্টটিতে আমরা ব্লুটুথ ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ ও ১০০০ টাকায় সেরা পাঁচটি ব্লুটুথ ইয়ারফোন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।
পোস্টসূচিপত্রঃআপনাদের জানার সুবিধার্থে আমরা ব্লুটুথ ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ ও ইয়ারফোন দাম বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তাই জানার জন্য অবশ্যই পোস্টটি পড়ুন।
ভূমিকা
বর্তমানে ভালোভাবে গান শোনার জন্য বা কথা বলার জন্য ইয়ার বার্ডস অর্থাৎ ইয়ারফোন ব্যবহার করা হয়ে থাকে। তবে এই এয়ার বার্ডস গুলির কোয়ালিটি ভালো হলে তা ব্যবহার করে ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যায়। আপনারা যদি ভালো কোয়ালিটি সম্পন্ন এক হাজার টাকার মধ্যে ইয়ার বার্ডস খুঁজতেছেন তাহলে আজকে আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই পোস্টে আপনারা ১ হাজার টাকায় সেরা পাঁচটি TWS ও ব্লুটুথ ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ ও ইয়ারফোন দাম সম্পর্কে জানতে পারবেন।
ব্লুটুথ ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ
আমাদের মধ্যে অনেকে আছে যারা ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে চান , তারা অনেকেই ব্লুটুথ ইয়ারফোনের দাম জানেন না। তাদের জন্য আজকের এই অংশে ব্লুটুথ ইয়ারফোন এর দাম জানানোর চেষ্টা করব। এই ইয়ারফোন গুলো আপনারা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম বা বাজার থেকে কিনতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে এবার জেনে নেই ব্লুটুথ ইয়ারফোনের দাম সম্পর্কে।
ইয়ারফোন গুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। তাছাড়া বাজারে দোকান থেকে দেখেশুনে কিনতে পারবেন। অনলাইনে অর্ডার করতে চাইলে বিডিস্টল ডট কম থেকে অর্ডার করতে পারেন। তাছাড়া ইয়ারফোন গুলোর দাম বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন দোকানে দাম কম বেশি হতে পারে।
ব্লুটুথ ইয়ারফোন এর দাম
আপনার অনেকেই ব্লুটুথ ইয়ারফোন এর দাম জানতে চেয়েছেন। তাদের জন্য আমার এখন কিছু ভালো ব্লুটুথ ইয়ারফোনের দাম আলোচনা করব। যেই ব্লুটুথ ইয়ারফোন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। অবশ্যই ব্লুটুথ ইয়ারফোন কেনার আগে ইয়ারফোনটি আপনার নকল কিনা সেগুলো দেখে খেয়াল রেখে কিনতে হবে।
ভালো মানের আসল ইয়ারফোন কিনবেন। বর্তমানে বাজারে একই নামের অনেকগুলো নকল ইয়ারফোন বের হয়েছে যেগুলো বেশি দিন চলে না। সেজন্য বলছি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আসল ইয়ারফোন কেনার চেষ্টা করবেন। এবার চলুন ইয়ারফোন গুলোর দাম জেনে নেওয়া যাক।
Awei T13 Pro ব্লুটুথ ইয়ারফোনঃ- দামঃ ১৩৫০ টাকা
- ব্যাটারি ক্যাপাসিটিঃ ৩০০mah
- চার্জিং টাইমঃ ২ ঘন্টা
- Standby টাইমঃ ৩০০ ঘন্টা
- ইয়ারফোন ট্রান্সমিশন দূরত্বঃ ১০ মিটার
M32 TWS Mini Wireless 5.1 Earbuds ইয়ারফোনঃ
- দামঃ ৭০০ টাকা
- সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি HIFI মুভিং আয়রন
- কম শক্তি খরচ
- ওয়্যারলেস ৫.১ সংযোগ
- ৪০ MAh হেডফোন ব্যাটারি ক্ষমতা
- প্রায় ২-৫ ঘন্টা কাজের সময়
- ১-২ ঘন্টা চার্জিং সময়
- ১০ মিটার ট্রান্সমিশন রেঞ্জ
- ২০০০ MAh রিচার্জেবল ব্যাটারি ক্ষমতা
- প্রায় ১৫০ ঘন্টা স্ট্যান্ডবাই সময়
- IPX5 ওয়াটার রেটিং
Awei T28P TWS Wireless
- দামঃ২২০০টাকা
- ৫০০mAh চার্জিং কেস ব্যাটারি
- ডুয়াল ইয়ারবাডে একটি টাচ সেন্সর এবং মাইক্রোফোন রয়েছে
- ৬ মিমি ডুয়াল শক্তিশালী স্পিকার
- ৫.০ ব্লুটুথ সংস্করণ
- ১.৫ ঘন্টা চার্জিং সময়
- ৩ ঘন্টা চলমান সময়
- ৩৫mAh ইয়ারফোনের ব্যাটারি ক্ষমতা
১ হাজার টাকায় সেরা পাঁচটি TWS
বর্তমানে বাজারে অনেক ধরনের 1000 টাকার মধ্যে টি ডব্লিউ এস রয়েছে। যার মধ্যে আমরা আপনাদের জন্য সেরা পাঁচটি ইয়ার বার্ডস সিলেক্ট করেছি। এই ইয়ার বার্ডস গুলি উচ্চ সাউন্ড কোয়ালিটি সম্পন্ন এবং এদের কানেক্টিভিটি উচ্চ মানের ব্লুটুথ ভার্সন দ্বারা তৈরি করা হয়েছে। ইয়ার বার্ডস সাধারণত ব্লুটুথ হয়ে থাকে। এর সাথে কোন প্রকার তার যুক্ত থাকে না।
আরো পড়ুনঃ
ফলে অনায়াসে সকলেই ভালোভাবে ব্যবহার করতে পারে। আর এজন্যই বর্তমানে বাংলাদেশে ব্লুটুথ ইয়ার বার্ডস এর চাহিদা প্রচুর। সকলেই কম দামের মধ্যে ভালো TWS কিনতে চাই। এজন্য আপনাদের জন্য আজকের পোস্টটি তৈরি করা হয়েছে। চলুন জেনে নেই এক হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি ইয়ার বার্ডস কোনটি তার নিচে দেওয়া হল।
- ORV-TS111 EARBUDS
- ORV-TS103 EARBUDS
- ORV-TS113 EARBUDS
- TWS M19
- MPOW Mdots
এখানে বেশিরভাগ ইয়ার বার্ডস ভালো মানের সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে। আর এই বাজেটের মধ্যে উক্ত ইয়ার বার্ডসগুলি সেরা। চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ১ হাজার টাকায় সেরা পাঁচটি TWS সম্পর্কে বিস্তারিত তথ্য।
ORV-TS111 EARBUDS
১ হাজার টাকায় সেরা পাঁচটি TWS এর মধ্যে প্রথমেই আমরা ORV ব্যান্ডের ORV-TS111 EARBUDS এই মডেলটি সিলেক্ট করেছি।এই মডেলটি সিলেক্ট করার বিশেষ কারণ রয়েছে। এই ইয়ার বার্ডস ও আর ভি ব্যান্ড তৈরি করেছে। যা বর্তমানে অনেক জনপ্রিয় ব্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এই টি ডব্লিউ টি এটি উচ্চমানের সাউন্ড কোয়ালিটি প্রদান করে থাকে।
উক্ত ইয়ার বার্ডটির কিছু বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
- ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি
- দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ
- নয়েজ আইসোলেশন প্রযুক্তি
- বিরামহীন ব্লুটুথ সংযোগ
এছাড়া এই ইয়ার বার্ডস টিতে রয়েছে চার্জ দেখার এলইডি আইকন। যা দেখে আপনারা ইয়ার বার্ডস চার্জ দিতে পারবেন। তবে এই ইয়ার বার্ডস একবার চার্জে ৫ ঘন্টার মত ব্যবহার করতে পারবেন।এই ইয়ার বার্ডসটি আপনি কেস ছাড়া আজ জীবন ব্যবহার করতে পারবেন।
কারণ ইয়ার বার্ডস টিতে উপরের দিকে রয়েছে মাইক্রো usb পোর্ট যা ব্যবহার করে আপনি ইয়ার বার্ডস চার্জ দিতে পারবেন কোনরকম কেস ছাড়া। বর্তমানে এই ইয়ার বার্ডস এর মূল্য ১০৯০ টাকা। এটি আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন কোনরকম ডেলিভারি চার্জ ছাড়াই। অনলাইনে অর্ডার করতে rainbowgadget.com.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন।
ORV-TS103 EARBUDS
এক হাজার টাকায় সেরা পাঁচটি TWS এর মধ্যে দ্বিতীয়টি আমরা ORV ব্যান্ডের ORV-TS103 EARBUDS এই মডেলটি সিলেক্ট করেছি। এই ইয়ার বার্ডসটি আগের মত একই ব্যান্ডের তবে মডেল নাম্বারটি ভিন্ন এবং ফিউচারগুলো ভিন্ন ভিন্ন রয়েছে। নিম্নে ইয়ার বার্ডসটির ছবি দেওয়া হল।
উক্ত ইয়ার বার্ডটির কিছু বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলোঃ- ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি
- দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ
- নয়েজ আইসোলেশন প্রযুক্তি
- বিরামহীন ব্লুটুথ সংযোগ
- RGB কেস যুক্ত বক্স
- ইয়ার বার্ডস ওজন চার গ্রাম
- সাপোর্টেড ব্লুটুথ 5.2
- সাপোর্টেড রেঞ্জ 15 metre
এই Earbuds টিতে রয়েছে আরজিবি কালারফুল কেস। এছাড়া রয়েছে বক্সটিতে ৩০০ এমএইচ এর ব্যাটারি যা ব্যবহার করে Earbuds চারবার চার্জ করতে পারবেন।এই ইয়ার বার্ডস একবার চার্জে ৪ ঘন্টার মত ব্যবহার করতে পারবেন।বর্তমানে এই ইয়ার বার্ডস এর মূল্য ১০০০ টাকা। এটি আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন কোনরকম ডেলিভারি চার্জ ছাড়াই। অনলাইনে অর্ডার করতে rainbowgadget.com.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন।
ORV-TS113 EARBUDS
এক হাজার টাকায় সেরা পাঁচটি TWS এর মধ্যে তৃতীয় এবং আমার পছন্দের লিস্টে সবার উপরে রয়েছে। এই মডেলটির নাম ORV-TS113। এর মূল্য ৯০০ টাকা।অনলাইনে অর্ডার করতে rainbowgadget.com.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন। নিম্নে ORV-TS113 EARBUDS এর ফিচার দেওয়া হল।
- ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি
- দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ
- নয়েজ আইসোলেশন প্রযুক্তি
- বিরামহীন ব্লুটুথ সংযোগ
- WHITE কেস যুক্ত বক্স
- ইয়ার বার্ডস ওজন চার গ্রাম
- সাপোর্টেড ব্লুটুথ 5.2
- সাপোর্টেড রেঞ্জ 10 metre
- টাইপ সি সাপোর্টেড
- ইয়ার বার্ডস ব্যাটারি ক্যাপাসিটি 30 এমএইচ
TWS M19
এক হাজার টাকায় সেরা পাঁচটি TWS এর মধ্যে এটি ৪ নম্বরে রাখা হয়েছে। চলুন জেনে নেওয়া যায় এর কিছু স্পেশাল ফিচার।
উক্ত ইয়ার বার্ডটির কিছু বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
- তীব্র ওয়ার্কআউটের জন্য ঘাম-প্রতিরোধী
- সক্রিয় জীবনধারার জন্য নিরাপদ ফিট
- বর্ধিত প্রেরণা জন্য গতিশীল শব্দ
- হ্যান্ডস-ফ্রি কলের জন্য বিল্ট-ইন মাইক
- কুইক চার্জ ফিচার
- ক্রিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটি
মূল্যঃ ৮৫০ টাকা। এটি আপনি দারাজ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। তাই অর্ডার করতে দারাজ ডট কম অর্ডার করুন।
MPOW Mdots
এক হাজার টাকায় সেরা পাঁচটি TWS এর মধ্যে MPOW Mdots কে আমরা পঞ্চম স্থানে রেখেছি। এর স্পেশাল কিছু বৈশিষ্ট্য রয়েছে।
স্পেশাল বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলোঃ- এটি একটি ওয়াটারপ্রুফ ইয়ার বার্ডস
- সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট
- চার্জ ব্যাকআপ ৪ ঘন্টা
- বক্স সহ চার্জ ব্যাকআপ ২০ ঘন্টা
- ডিজাইন কোয়ালিটি প্লাস্টিক ফ্রেম
- কুইক চার্জ ফিচার
মূল্যঃ ১২০০ টাকা
শেষ কথা
আশা করি আপনারা ১ হাজার টাকায় সেরা পাঁচটি TWS ও ব্লুটুথ ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং সঙ্গে কোনটি আপনার পছন্দ হয়েছে সেটি কিনে এক্সপেরিয়েন্স করতে পারবেন। উক্ত ইয়ার বার্ড গুলি ব্যবহার করে আপনারা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ আশা করছি ভাল পাবেন। আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের পোস্টটি শেয়ার করবেন। এবং অন্যদের কিনতে সাহায্য করুন।
আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url