সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ , সর্দির ট্যাবলেট এর নাম
প্রিয় পাঠক আপনারা জানতে চেয়েছেন সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ সম্পর্কে। শীতকালে সর্দি-কাশি গলা ব্যথা নিয়ে প্রায় সকলকেই দুশ্চিন্তায় পড়তে হয়। আজকের আর্টিকেল থেকে আপনারা জানবেন সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ সম্পর্কে। সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ভূমিকা
সর্দি কাশি গলা ব্যাথার সমস্যা প্রায় সবারই হয়ে থাকে, বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়াও আবহাওয়া পরিবর্তনের কারণেও এ ধরনের অসুস্থতা দেখা দেয়। সর্দি কাশি গলা ব্যাথার সমস্যায় আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকি। তবে সর্দি-কাশি গলা ব্যাথার ওষুধ ছাড়াও আরো বিভিন্ন ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সর্দি কাশি গলা ব্যাথার মত সমস্যাগুলো দূর করা যায়।
কারণ এগুলো খুবই কমন সমস্যা যা প্রায় সবারই হয় এবং বিভিন্ন কারণে হয়ে থাকে। আবহাওয়া জনিত কারণে বা শীতের প্রভাব পড়লে এমন বিভিন্ন কারণেই এ ধরনের সমস্যা গুলো দেখা দেয়। আর তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব, সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে।
সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ
সর্দি কাশি গলা ব্যথার ওষুধের জন্য সাধারণত চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ বেশ কিছু কমন ওষুধের মাধ্যমেই এ ধরনের সমস্যাগুলো সমাধান করা যায়। তারপরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। সারা বছরই সর্দি কাশি গলা ব্যাথার মত সমস্যা হয়ে থাকে, তবে শীতকালে এর প্রভাব একটু বেশি হয়।
আরো পড়ুনঃ
এ ধরনের সমস্যাগুলোর সমাধান করতে বেশ কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন রয়েছে। তাছাড়া বেশ কিছু সতর্কতা অবলম্বন করলে এ ধরনের অসুস্থতার ঝুঁকি কমানো সম্ভব। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেই, সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে।
সর্দির ওষুধ। সর্দির ট্যাবলেট এর নাম
বিভিন্ন সময় আমাদের সর্দির মতো সমস্যা দেখা দেয়, অনেক সময় সর্দির পরিমাণ এত বেশি বৃদ্ধি পায় যে নাক থেকে অটোমেটিক ভাবে পানি পড়তে থাকে। এটি যেমন কষ্টকর, ঠিক তেমনি ঘরের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়ে। আর তাই সর্দির ওষুধ বা সর্দির ট্যাবলেট এর নাম নিচে জানিয়ে দেওয়া হলোঃ
- হিস্টাসিন (Histachin)
- ডেসলর (Deslor)
- হিসটালেক্স (Histalex)
- এইস প্লাস (Ace +)
- নিওসিলর (Neocilor)
- ফেক্সো (Fexo 60)
এগুলো মূলত সর্দির ট্যাবলেট এর নাম।
নোটঃ অবশ্যই ওষুধ গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ গ্রহণ করুন।
স্কয়ার কোম্পানির সর্দির ট্যাবলেটঃ
স্কয়ার কোম্পানির যে সকল সর্দির ট্যাবলেট রয়েছে সেগুলোর কয়েকটি নাম আপনাদের জানানো হলঃ
- Cefotil (250)
- Cefotil Plus
- Carva (75)
- Cinaron
- Cinaron Plus
কাশির ওষুধ ও সিরাপের নাম। কাশির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এর নাম
আমরা জানি কাশি খুবই একটি বিরক্তিকর রোগ, তবে কাশি বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেক সময় অতিরিক্ত কফ জনিত কাশি হয়, আবার কখনো শুকনো কাশি। সে যেমন কাশি হোক না কেন কখনো কখনো কাশি দিতে দিতে বুক এবং পাজর ব্যথা হয়ে যায়।
আপনারা জানতে চেয়েছেন সর্দি কাশি গলা ব্যাথার ওষুধ সম্পর্কে। উপরের অংশে আপনাদেরকে সর্দির ওষুধ সম্পর্কে জানানো হয়েছে এখন আপনারা জানবেন, কাশির ওষুধ ও সিরাপের নাম সেই সাথে কাশির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এর নাম সম্পর্কে।
কাশির ওষুধ এর নামঃ
- Ambrox 75 SR
- Keto A 100
- Fexo 120
- Askorel SR 50mg
- Encilor 10mg
- Brolyt 3mg
যে কোন ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ করেই ওষুধ সেবন করুন
স্কয়ার কোম্পানির কাশির ঔষধের নামঃ
- Keto A 100
- Axodin 180
- Ambrox
- Fexo 120
- Encilor 10mg
আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url